নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সকল পোস্টঃ

আমি তো আমাকে হারিয়ে ফেলেছি || নতুন গান

৩০ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৬

আমি তো আমাকে হারিয়ে ফেলেছি
সবুজে প্লাবিত পল্লীর গাঁয়
তুমি কি দেখেছো আড়িয়াল গ্রাম
অবাক সুচারু এই বাংলায়?

সারি সারি ধান শাপলার শাখা
ডগা তুলে খায় দোল
বৃষ্টির ফোঁটা জলের কপোলে
যেন অনুপম টোল
আবার কখনো হারিয়ে...

মন্তব্য৫ টি রেটিং+৩

কবিতার মেয়ে

২৫ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৫

খাঁ-খাঁ ফেটে যাচ্ছে অনিকেত শহর। আমার দু চোখে
গনগনে সূর্য আর বিরান পা জুড়ে হাজারমণী পাথর।
ভেঙে ভেঙে হাঁটছি, ঐ তো ওখানে পুরোনো কবিতাঘর
ওখানে আমার হৃদয় পুড়েছিল। ওখানে আমায়
শান্তি দেবে...

মন্তব্য৩ টি রেটিং+২

পরের সাথে যেই মজা লও || নতুন গান

২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:৪৪

অনেকদিন পর একটা নতুন গান করলাম এবং এটা এ বছরের প্রথম গান। এর আগের গানটা লেখা হয়েছিল ২০ নভেম্বর ২০২৫-এ। এ গানটার লিরিক যদিও ১২ নভেম্বর ২০২৫-এ লেখা, কিন্তু এটা...

মন্তব্য৬ টি রেটিং+১

তুই থাকলে আমি থাকি

১৪ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১২

এ-আই জেনারেটেড কভার সং করার জন্য খালি গলায় গাওয়ার সময় থেকেই এ গানটা নিয়ে সমস্যা হচ্ছিল। অন্তরায় স্বর ফেটে যাচ্ছিল। সেই ফাটা স্বর দিয়ে এ-আই কভার তৈরিতে কোনো সমস্যা হয়...

মন্তব্য৫ টি রেটিং+২

রাজকুমারী - ও আমার সহেলিয়া

২৪ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১৮

২৫ এপ্রিল ২০২২-এর রাতের খবর। আমার ঘরে টিভি অন করা থাকে সবসময়ই, যদিও সাউন্ড অফ করে পিসিতে কাজ করা এখন অভ্যাসে দাঁড়িয়েছে। তবে, খবরের সময় হলে, কিংবা অকারণেও মাঝে মাঝে...

মন্তব্য৫ টি রেটিং+৩

পান্তাভাত

১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০১

ধানমন্ডি স্টার কাবাব রেস্টুরেন্টের ভিতর-বাহির পুরোটাই বেশ ছিমছাম। রাকুল রিকশা থেকে নেমে রেস্টুরেন্টের বাইরের একটা খালি টেবিলে বসে পড়লো।

সুন্দর, নিরিবিলি একটা বিকেল। প্রতি উইকএন্ডেই অফিস থেকে ফেরার পথে এখানে...

মন্তব্য৩ টি রেটিং+১

তুমি চলে যাবে, যাও

১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৪৬

তুমি চলে যাবে যাও
কখনো তোমার ভুল ভেঙে গেলে
আবার ফিরে এলে
আমি বাড়িয়ে দেব হাত

হৃদয়ে ভালোবাসা
একদিনে আসে না
তুমি যদি হেলা করো তারে
পাবে না
হয়ত আর পাবে না
কখনো কি ভেবে দেখেছো
মুকুলেই প্রেম ঝরে...

মন্তব্য৩ টি রেটিং+২

আমি খুব ভালো ছেলে || নতুন গান

১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:১৮

প্রেমিকাকৈন
(প্রেমিকার অনুগত)

আমি খুব ভালো ছেলে
ওহো
আমি খুব ভালো ছেলে
সব কথা মেনে চলি
যখন যা বলো
এই
ডানে যদি যেতে বলো ডানেই চলি
নির্ভয়ে ঢুকে পড়ি ভূতের গলি
এই না হলে কি খাঁটি প্রেম হলো?

ওহো
পথে যেতে যেতে...

মন্তব্য৬ টি রেটিং+১

বৃষ্টি এলো || আমার বন্ধুকবি শোয়েব মজুমদারের লেখা এবং আমার সুর করা ও প্রডিউস করা গান

১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৩১

বর্তমানে অন্যের লিরিকে গান করা বাদ দিয়েছি, কারণ, নিজের গানই অনেক জমা হয়ে আছে, কুলাইয়া উঠতে পারছি না; অন্যদিকে, অন্যের লেখা গান করলে মেজাজ ধরে রাখা কঠিন হয়ে পড়ে, যখন...

মন্তব্য৩ টি রেটিং+২

শামা

১২ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২৪

শামার সাথে আমি একই কলেজে পড়তাম। এইচএসসি পাশের পর শামা ঢাকা শহরের একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ভাইয়ের বাসায় থাকতে লাগলো, আর আমি ডিগ্রিতে ভর্তি হয়ে গ্রামের কলেজেই রয়ে গেলাম।
শামার গায়ের...

মন্তব্য১৪ টি রেটিং+২

তুমি যেতে নদীপাড়ে

০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ১০:০২

তুমি যেতে নদীপাড়ে
আমি আড়ালে সেখানে



তুমি যেতে বসন্ত বাগানে
চুপি চুপি আমিও পেছনে
চোখে চোখ পড়তেই
তুমি একঝলক মিষ্টি হাসতে
তুমি কি তখনই আমায় ভালবাসতে?

এই যে পাখিরা কত দূরে যায়
সন্ধ্যা হলে তারা ফেরে বাসায়
তোমার...

মন্তব্য১ টি রেটিং+১

একটা বিশুদ্ধ বাগানের বাসনা

৩০ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:৪৭

একদিন ভোরে দুয়ারে পা রেখেই দেখবো
সমগ্র স্বদেশ জুড়ে বিশুদ্ধ বাগান
পবিত্র সুগন্ধে ভরে গেছে কয়লাগন্ধ হৃদয়

রাতভর বিমুগ্ধ বৃষ্টির পর
এমন একটা বিশুদ্ধ ভোরেই আমার জন্ম হয়েছিল
জননীর তৃষ্ণার্ত কোলে
তারপর ক্ষয়ে গেছে রন্ধ্রে রন্ধ্রে...

মন্তব্য৩ টি রেটিং+১

আমার মনের দুঃখ তুমি বুঝবা কেমনে?

২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৩২

আমার মনের দুঃখ তুমি
বুঝবা ক্যামোনে



আমি থাকি বৃক্ষতলায়
তুমি থাকো দালানে
আমার মনের দুঃখ বলো
বুঝবা ক্যামোনে

তোমার জীবন সোনার জীবন
আমার জীবন ঘাসপোকা

আমার মনে ভাবি কারে
তোমার মনে কে থাকে

আমি যারে মনে ভাবি
আমি তো নাই তার...

মন্তব্য৫ টি রেটিং+০

এই দেশে আর থাকবো না ভাই

২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৬

এই দেশে আর থাকবো না ভাই
যাবো দেশান্তর
সেই দেশে নাই সংসার-জ্বালা
কেউ গড়ে না দালান ঘর



আমরা যাব রূপের দেশে
আহার-নিদ্রা নাই সেই দেশে
আছে শুধু মনের ক্ষুধা
নয়নে ভরে অন্তর

সেই দেশে নাই হিংসা নিন্দা
নাই ভেদাভেদ...

মন্তব্য৬ টি রেটিং+০

অহনা বলেছিল, তুমি হারাবে না

২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:৫০

অহনা বলেছিল, তুমি হারাবে না
অহনা বলেছিল, আমি জানি, আমি তোমাকে পেয়েছি সবখানি
আমি তাই নিশ্চিন্তে হারিয়ে যাই যখন যেখানে খুশি

অহনা বলেছিল, যতটা উদাসীন আমাকে দেখো, তার চেয়ে
বহুগুণ উদাসীন আমি
তোমাকে পাওয়ার জন্য...

মন্তব্য৩ টি রেটিং+০

>> ›

full version

©somewhere in net ltd.